মুরাদনগরে নোমান আহমেদ ডিগ্রি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ,সাধারণ শিক্ষার্থীদের দিয়ে রাজনীতি চলবে না

আজ শনিবার মুরাদনগর উপজেলার নোমান আহমেদ ডিগ্রি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। “সাধারণ শিক্ষার্থীদের দিয়ে মুরাদনগরের রাজনীতি চলবে না”—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের এক ছাত্রী। তিনি বলেন, “কে বা কার ইশারায় গত ৩০ তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে আন্দোলন গড়ে তোলা হলো—তা স্পষ্ট হওয়া দরকার।”
তিনি আরও অভিযোগ করেন, “কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগের লোকজনদের সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের জোর করে একটি পরিকল্পিত বিক্ষোভে যুক্ত করেছে। এটি ছিল শিক্ষাঙ্গনকে কলুষিত করার অপচেষ্টা।”
ঘটনার দিনই ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর’ নামক একটি ফেসবুক পেইজ থেকে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়। পেইজটিতে বলা হয়:
“৩০ তারিখের তথাকথিত পদত্যাগ আন্দোলনের পেছনে কারা ছিল? কার ইশারা বা ইনদনে সাধারণ শিক্ষার্থীদের মিথ্যা তথ্য দিয়ে মাঠে নামানো হলো? এটি কি রাজনীতির নামে শিক্ষার্থীদের ব্যবহার নয়?”
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান।