ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স করার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও ছেলে স্কুল বড় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির
ঠাকুরগাঁও জেলা সভাপতি রেদওয়ান রাফাত, সাধারণ সম্পাদক রোজি আক্তার, সাংগঠনিক সম্পাদক মনিকা আক্তার, দপ্তর সম্পাদক জয়ন্ত রায় সহ অন্যান্যরা।
শিক্ষার্থীরা জানান তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছে। এবার তাদের দাবি গুলো না মানা হলে আরো কঠোর আন্দোলনে যাবেন তারা।
ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মোট ৭ টি দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা।