কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন বিক্রম মন্ডল (২৩) নামের এক যুবক। রোববার (৫ মে) কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় তিনি অন্য একজন পরীক্ষার্থীর হয়ে অংশ নিতে গেলে পুলিশের সন্দেহে ধরা পড়েন।
বিক্রম মন্ডল, পিতা বিশ্বনাথ মন্ডল, সাং- কামারধা, থানা- পেরশা, জেলা- নওগাঁ; তিনি মোঃ রাশেদুল ইসলাম (রোল নং: ১৭১০১৯৬) এর জায়গায় পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের মেইন গেটে নিরাপত্তা তল্লাশির সময় দায়িত্বরত পুলিশ সদস্যের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি প্রক্সি দেয়ার বিষয়টি স্বীকার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঘটনার বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি শাখার ওসি মোঃ বজলার রহমান জানান, “কুড়িগ্রাম জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চলছে। পরীক্ষায় আমরা একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছি। নিয়োগ সংক্রান্তে কেউ যেন কোনো অনিয়ম বা আর্থিক লেনদেনে না জড়ায়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”