৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্ম বিরতি

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে আজ থেকে কর্ম বিরতির ডাক দিয়েছে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন। ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন তারা।
সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি হলো (১) সকল সহকারী শিক্ষকদের বেতন এ্যান্টি লেভেল থেকে ১১ তম গ্রেডে প্রদান। (২) চাকরির ১০ বছর ও ১৬ বছর উপলক্ষে উচ্চতর গ্রেড প্রদান। (৩) সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি প্রদান।
এই দাবির সাথে একমত পোষন করে সোনাইমুড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন আজ থেকে ১ ঘন্টার কর্ম বিরতি পালন করছেন। এই বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠনের সাধারণত সম্পাদক জনাব শহিদুল ইসলাম জানান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো খুব নিম্ন মানের। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের যে বেতন প্রদান করা হয় এতে তাদের পরিবারের অর্থনৈতিক ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়েছে। সহকারী শিক্ষকদের বেতন কাঠামো ১১ তম গ্রেডে প্রদান করা সময়ের দাবি।
এই দাবি আদায়ে তারা ৫ ই মে থেকে ১২ মে পর্যন্ত ১ ঘন্টার কর্ম বিরত। ১২ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘন্টার কর্ম বিরতি।২১মে থেকে ২৪মে পর্যন্ত অর্ধ দিবস কর্ম বিরতি। দাবি মানা হলে ২৫ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা।