মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ব্লক পদ বিলুপ্তির দাবি বিচার বিভাগ কর্মচারিদের শিবগঞ্জের মধুমতির কর্মকর্তাদের বিরুদ্ধে আবারো প্রতারণা, গ্রাহকের জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইন্ডাষ্টিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কাউন্সিল অনুষ্ঠিত নাটোরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু লুমিনাস গ্রুপের উদ্যোগে চাটমোহরে আদর্শ কৃষক সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত দেবহাটার রুপসী ম্যানগ্রোভে হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হকের পরিদর্শন আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ দোহার নবাবগঞ্জে ধানের বাম্পার ফলন- ফসল ঘরে তুলতে ব্যাস্ত কৃষক বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘন্টা কর্মবিরতি পালন

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

শাকিল হোসেন জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : সোমবার, ৫ মে, ২০২৫
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। আজ( ৫ মে সোমবার ) নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল -২ এর বিচারক সিনিয়র জেলা জজ মোঃ শহিদুল এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল আমিন শামীম জানান, গত ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলার দিঘলাকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের ছেলে জিয়াউল হক তার প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে চানাচুর দেয়ার কথা বলে তার মনোহারী দোকানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। গত ২০২২ সালের ১৪ আগস্ট আদালতে অভিযোগ গঠিত হয়।

মামলায় সাত জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আজ রায় দেন আদালত। শিশু ধর্ষণের বিষয়টি আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী জিয়াউল হকের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে রায় দেন বিচারক।

জরিমানার অর্থ ধর্ষণের শিকার শিশুর লালন-পালন ও শিক্ষায় ব্যয় করা হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন পিপি ও বাদী পক্ষ। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাশেম তরফদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর