বাড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়” পরিদর্শণ করলেন লিডারশীপ প্রশিক্ষণের ৫ জন প্রধান শিক্ষক।

গতকাল রবিবার ০৪ মে ২০২৫ ইং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ও পৌরসভার অন্তর্গত “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়” অগ্রগামী বিদ্যালয় সমূহের মধ্যে একটি।
সারা বাংলাদেশের ন্যায় শাহজাদপুর উপজেলাতে ও সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে, তারই অংশ হিসেবে অগ্রগামী বিদ্যালয় পর্যবেক্ষণের অংশ রয়েছে, সেখানে শাহজাদপুর উপজেলাতে লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালাতে ৫টি অগ্রগামী বিদ্যালয় পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি।
উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা রিসোর্স ইন্সট্রাক্টর জনাব আয়শা বেগম ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনিসুজ্জামান ও ৫ জন লিডারশীপ প্রশিক্ষণার্থীদের ৫ জন প্রধান শিক্ষক।
পরিদর্শন কালে বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম বলে মন্তব্য করছেন পর্যবেক্ষণকারী অংশ গ্ৰহনকারী অফিসার গণ ও লিডারশীপ প্রশিক্ষণ গ্ৰহনকারী প্রধান শিক্ষক গণ।
উল্লেখ্য যে উক্ত বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অত্যন্ত সুসজ্জিত করণ, শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান এর ঐকান্তিক প্রচেষ্টার রয়েছে।
তিনি ২০২২ ও ২০২৩ইং সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
উক্ত বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও এখন শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে।