রবিবার, ১১ মে ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
সন্দ্বীপে বাজার মনিটরিং করলেন থানার ওসি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও, এতিম শিশুরা খেলো বিয়ের খাবার শিবগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আ.লীগের সেই ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধে বড়াইগ্রামে জামায়াতের শোকরানা মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার, চিন্হিত ছিনতাইকারী নাটোরে গুরুদাসপুরে মতবিনিময় সভায় দু’গ্রুপের সংঘর্ষ পটুয়াখালী এলএ শাখার চিহ্নিত দালালদের লাগাম টানার কেউ নেই, অফিস কর্তৃপক্ষ নিরব আটোয়ারী উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল শিক্ষক কর্মচারী ঐক্য জোট পিরোজপুর সদর উপজেলার উদ্যোগে র‍্যালী ও ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বদলগাছীতে ভালো দাম পাওয়ায় ঢেঁড়শ চাষীদের উচ্ছ্বাস

সিজান সিদ্দিকী, বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : বুধবার, ৭ মে, ২০২৫
বদলগাছীতে ভালো দাম পাওয়ায় ঢেঁড়শ চাষীদের উচ্ছ্বাস
বদলগাছীতে ভালো দাম পাওয়ায় ঢেঁড়শ চাষীদের উচ্ছ্বাস

নওগাঁর জেলার ১১টি উপজেলার মধ্যে সবজি চাষে স্বনামধন্য এলাকা হিসেবে খ‍্যাত বদলগাছী উপজেলা। এবার অপ্রত্যাশিতভাবে ঢেঁড়শ চাষে ব্যাপক সফলতা পেয়েছে এই উপজেলার ঢেঁড়শ চাষীরা। চলতি মৌসুমের শুরুতে ৭০/৮০ টাকা কেজি পাইকারী মূল্যে বেচাকেনা শুরু হলেও ঢেঁড়শের দাম এখন কিছুটা কমেছে।

ঢেঁড়শ একটি ভিন্ন মাত্রার ফসল। ঢেঁড়শের গাছ ৬/৭ ইঞ্চি লম্বা হলেই ফল দিতে শুরু করে। যখন পুরোদমে ঢেঁড়শ তোলা শুরু হয় তখন একদিন পর পর উত্তোলন করতে হয়।

এলাকা ঘুরে পর্যবেক্ষণ করে দেখা যায়, এই উপজেলা সবজি চাষের বিখ্যাত এলাকা হলেও অন্যান্য সবজির তুলনায় ঢেঁড়শ চাষের প্রবণতা কিছুটা কম। এর কারণ হিসেবে কৃষকরা বলেন ঢেঁড়শ চাষ যেমন লাভজনক, তেমনি ঢেঁড়শ উত্তোলন করা তার চেয়ে দ্বিগুন কষ্টের। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে এই উপজেলায় ঢেঁড়শ চাষ হয়েছে ২৫ হেক্টর জমিতে।

হলুদবিহার গ্রামের ঢেঁড়শ চাষী ফিরোজ হোসেন জানান, সে ১৭ কাঠা জমিতে ঢেঁড়শ চাষ করেছে। প্রতিদিন তাকে ৫০/৬০ কেজি ঢেঁড়শ তুলতে হয়। এখন ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৪০/৪৫ টাকা কেজি দরে।ভালো দাম পাওয়ায় খুশি তিনি।

বদলগাছী তেজাপাড়া গ্রামের আফজাল মিয়া জানান যে, বিগত বছরগুলোর তুলনায় এবার দাম এবং ফলন উভয়ই বেড়েছে। তার ১০ কাঠা জমিতে চাষ করা ঢেঁড়শ নিজ পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান যে, ঢেঁড়শ লাভজনক ও উন্নত শ্রেণির একটি সবজি। এ ফসল এখন উত্তোলন পর্যায়ে রয়েছে। বিঘা প্রতি ৩০ থেকে ৪০ মণ পর্যন্ত ফলন দেয় এ ঢেঁড়শ। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সবজি ক্ষেতের পোকামাকড় দমন এবং ফলন বৃদ্ধির মাধ্যমে লাভজনক চাষাবাদের লক্ষ্যে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।আর এই লাভজনক ফসলের বেশি বেশি চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহিত করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর