শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে বস্তায় বীজ বপন ওসবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মাদারীপুরের একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু লাউ গাছের সাথে এ কেমন শুত্রুতা, থামছেনা কৃষক দম্পতির আহাজারি আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুড়িগ্রামে বস্তায় বীজ বপন ওসবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে সহায়তায় আগ্রহী জাইকা আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ মিয়ানমার থেকে ৩ শতাধিক মানুষ থাইল্যান্ডে পালিয়ে গেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন দেবহাটায় জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারকে সম্মাননা, দোয়া ও পরিচিতি সভা

চিলমারীতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর
চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর

কুড়িগ্রামের চিলমারীতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসি (অনার্স) ইন এগ্রিকালচার এবং বিএসসি (অনার্স) ইন ফিশারিজ প্রোগ্রামের লেভেল-১, সেমিস্টার-১-এর শিক্ষার্থীদের” অংশগ্রহণে, একটি দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ই মে) সকাল ১০টার সময় চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের, চর বনগ্রাম ও ফকিরহাট এলাকায় কৃষি ও মৎস্য বিভাগের মোট ৫৬ জন শিক্ষার্থীদের নিয়ে সারা দিন ব্যাপি, হাতে কলমে মাঠ পর্যায়ে (প্রাকটিক্যাল) বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। এই সফরের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক জ্ঞানকে, বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা এবং ক্ষেত্র ভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া।

শিক্ষার্থীরা এ সফরে কৃষি ও মৎস্য সংশ্লিষ্ট নানা কার্যক্রম যেমন—চাষাবাদ পদ্ধতি, জলজ সম্পদ ব্যবস্থাপনা, কৃষকের অভিজ্ঞতা, প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব সমস্যা পর্যবেক্ষণের মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম সফরস্থল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে বাস্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু বইয়ের পাতা নয়, মাঠের অভিজ্ঞতাও একজন প্রকৃত পেশাজীবী হিসেবে গড়ে ওঠার ভিত্তি তৈরি করে। ”সফরে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ মূলক কার্যক্রমে সরাসরি সহায়তা প্রদান করেন। তারা শিক্ষার্থীদের কৃষি উৎপাদন ও মৎস্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক হাতে-কলমে দেখান এবং বাস্তব প্রেক্ষাপটে পঠিত বিষয় গুলোর প্রয়োগ শেখান। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন তাদের শেখার আগ্রহ কে আরও বিশেষ ভাবে বাড়িয়ে তুলেছেন। এবং পুস্তকীয় শিক্ষার পাশাপাশি বাস্তব দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়ক হয়েছে। কয়েকজন শিক্ষার্থী বলেন, “এ ধরনের সফর আরও বেশি বেশি হওয়া উচিত বলে আমরা মনে করি। কেননা এতে আমাদের বিষয় ভিত্তিক লেখা-পড়ার আগ্রহ বাড়িয়ে তোলেন। এবং আমরা সত্যিকার অর্থে বিষয়বস্তুর গভীরতা সম্পর্কে ভালো ভাবে বুঝতে পারি।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সফর নিয়মিত আয়োজনের পরিকল্পনা আমরা হাতে নিব, যাতে করে শিক্ষার্থীরা শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের জন্যও প্রস্তুত হতে পারেন। নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের মানুষের জন্য যেন নিজেকে নিবেদিত করতে পারেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর