সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নের পদমপাল গ্রামে ভয়ানক অগ্নিকান্ড

০৭ মে বুধবার, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের পদমপাল গ্রামের মো হাবিবুর রহমান (হবি) বাড়ী আগুনে পুড়ে সব ছাই। আজ আনুমানিক দুপুর বারটার সময় এই অগ্নিকান্ড ঘটে। বাড়ীর লোকজন দূরে ধানের কাজ করতে গিয়েছিল এসময় বাড়ীতে ছিল না কেউই।
হঠাৎ ঘরের ভিতর থেকে আগুনের ধোয়া ও ফুলকি বের হতে দেখে আশ পাশের মানুষজন আগুন আগুন বলে চিৎকার দেয়।চিৎকার শুনে এলাকার অসংখ্য মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করে। সিরাজগঞ্জ সদর উপজেলার ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে স স্বক্ষম হয়। ততোক্ষণে ঘর এবং ঘরের ভিতরে থাকা সকল সম্পদ আগুনে পুড়ে ছাই।ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ টাকা, বিভিন্ন ফসল সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয় ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার মতো সম্পদ পুড়ে গেছে। বাড়ীতে কোন লোক না থাকার কারণে আগুনের সুত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। যার ফলে একই সময়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন তথ্য পাওয়া যায়নি।
