শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে বস্তায় বীজ বপন ওসবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মাদারীপুরের একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু লাউ গাছের সাথে এ কেমন শুত্রুতা, থামছেনা কৃষক দম্পতির আহাজারি আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুড়িগ্রামে বস্তায় বীজ বপন ওসবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে সহায়তায় আগ্রহী জাইকা আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ মিয়ানমার থেকে ৩ শতাধিক মানুষ থাইল্যান্ডে পালিয়ে গেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন দেবহাটায় জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারকে সম্মাননা, দোয়া ও পরিচিতি সভা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মাদারীপুরের একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু

মোঃ ফায়েজুল শরীফ মাদারীপুর জেলা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মাদারীপুরের একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মাদারীপুরের একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু

মাদারীপুর সদরের মিঠাপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেনের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা ছিলেন। গতরাত (০৭/৫/’২৫ ইং) থেকে তার প্রসব বেদনা শুরু হয়। এজন্য রোজিনা বেগমকে ঢাকার একটি ক্লিনিকে নিয়ে সেখানে সন্তান ডেলিভারী করার সিদ্ধান্ত নেয় তাদের পরিবারের লোকজন। সকালে একটি এ্যাম্বুলেন্সে করে পরিবারের ১০ জন মিলে ঢাকায় আসছিলেন ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করে চিকিৎসা ও ডিলিভারী করানোর জন্য। পথিমধ্যে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নীমতলি নামক এলাকায় আসার পর উক্ত এ্যাম্বুলেন্সের ১ টি চাকা ফেটে যায়। এ্যাম্বুলেন্সের ড্রাইভার তখন রাস্তার ডান পাশে তার গাড়ীটি দাঁড় করিয়ে স্পেয়ার চাকা পরিবর্তন করছিলেন। এ সময় অন্তঃসত্বা রোগীর সাথে আসা কয়েকজন এ্যাম্বুলেন্সের ভেতরে বসে ছিলেন এবং কয়েকজন পাশেই দাঁড়িয়ে ছিলেন। এমতাবস্থায় মাওয়া প্রান্ত থেকে ঢাকার দিকে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পিছন থেকে অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়। দূর্ঘটনায় এ্যম্বুলেন্সের ড্রাইভার ঐ পরিবারের ৪ জন সহ মোট ৫ জন ঘটনাস্থলেই মারা যান।

বাসের হেলপার সাইফুল ইসলাম শান্ত জানান, বাসটি কুষ্টিয়া থেকে যাত্রীদের নিয়ে ঢাকার আব্দুল্লাহপুর যাচ্ছিলো, এক্সপ্রেসওয়ের ডান পাশের লেনে অ্যাম্বুলেন্সটি দাঁড় করানো ছিল। দ্রুত গতি থাকায় বাসের চালক ফয়সাল (৪০) ব্রেক কষেও বাসটি পুরাপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি বিধায় এই দূর্ঘনা সংঘটিত হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় নিহতদের পরিবারের পাশাপাশি উক্ত এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর