জামালপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার সংবর্ধনা

জামালপুর জেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪-এর পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শুক্রবার (৯ মে) সরকারি আশেক মাহমুদ কলেজের অডিটোরিয়ামে শিক্ষার্থী ও অভিভাবক মিলে প্রায় ৬ শতাধিক মানুষ নিয়ে অনুষ্ঠান টি শুরু হয়।
জামালপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিক্ষায় অংশগ্রহন করেন প্রায় ৩,০০০ শিক্ষার্থী।তার মধ্যে বাছাইকৃত ২১৪ জনকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুল ১০ জন, সাধারণ গ্রেডে ১৩৭ জন, বিশেষ গ্রেডে ৫৭ জন এবং পাঠ প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ জনাব হারুন অর রশিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আমাদের প্রয়োজন যোগ্য মানুষ। নিজের লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা প্রশংসনীয়।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম বলেন, এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চাই, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম পরিচালনা করতে।
কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে, যা তাদের ভবিষ্যতের জন্য সহায়ক।
এডিসি জোগরা সুলতানা যুথী বলেন, শিক্ষার্থীদের মধ্যে মেধা ও নৈতিকতা বিকাশে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের ভূমিকা প্রশংসনীয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি এডভোকেট আব্দুল আওয়াল বলেন, এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলা পরিচালক আবু বক্কর সিদ্দিক। পরিচালনায় ছিলেন জেলা ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলাম এবং আবু সায়েম।
অনেকেই বলছেন অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে মেধা ও নৈতিকতা বিকাশে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের অঙ্গীকারের প্রতিফলন।