চটের বস্তায় ১২৭ বোতল বিদেশি মদ: র্যাব-১৪ এর অভিযানে ট্রাকের চালক গ্রেফতার

জামালপুর সদর থানাধীন শরিফপুর ইউনিয়নের বগালীর একটি ফিলিং স্টেশন (তেলের পাম্প) এর পিছনে ট্রাকে মাদকদ্রব্য রয়েছে। এমন গোপন খবরের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিএসসি’র এক আভিযানিক দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাব-১৪ অধিনায়কের নির্দেশনায় সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান অভিযানটি পরিচালনা করেন।
জানা যায়, ৯ মে ( শুক্রবার) বেলা ৩ টার দিকে জামালপুরের শরিফপুর ইউনিয়নের বগালী নামক স্থানে জামালপুর-ময়মনসিংহ সড়কে মের্সাস শতাব্দী ফিলিং স্টেশনের পিছনে দাড়িয়ে থাকা ট্রাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে। এ খবর পেয়ে র্যাব অভিযান পরিচালনা করে। অভিযানে সাতটি চটের বস্তায় সুকৌশলে রাখা ১২৭টি বিদেশি মদের বোতল পাওয়া যাওয়া। যার বাজার মূল্য প্রায় ১২ লক্ষ ৭০ হাজার টাকা। এ সময় ট্রাক চালক মোঃ মোশারফ হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়। সেই সাথে ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি (ট্রাক চালক) এর বিরুদ্ধে জামালপুর জেলা সদর থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত সব আলামত হস্তান্তর করা হয়েছে।