শিবগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলায় সমাজ কল্যাণ পরিষদ রানীহাটি জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জর ম্যাক্স হাসপাতালের অংশগ্রহণে রানীহাটি মসজিদ কমপ্লেক্সে ১১ মে রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা কার্যক্রম চলে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। ক্যাম্পে ২ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন ডাঃ মোঃ আব্দুস সামাদ হৃদরোগ বিশেষজ্ঞ, ডাঃ মোঃ মাহফুজুর রহমান শিশুরোগ বিশেষজ্ঞ , ডাঃ মোঃ মিনহাজুল ইসলাম মেডিসিন বিশেষজ্ঞ, ডাঃ মোঃ ইসরাফিল ইসলাম সার্জারি বিশেষজ্ঞ এবং ডাঃ জিন্নাত আরা গাইনি রোগ বিশেষজ্ঞ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম (নয়ন), মোঃ আরিফ বিল্লাহ (কাজল)। এছাড়া রানীহাটি জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ আনসার আলী, সেক্রেটারি বারিউল আনাম সহ মসজিদ কমিটির সকল সদস্য ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।