বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে রাস্তা বন্ধ করে জনগণকে জিম্মি করে রেখেছেন ঠিকাদার মান্নান! প্রশাসনের নীরবতায় উত্তপ্ত জনমত। পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ দিদারকে ঘর তৈরিতে উপজেলা প্রশাসনের সহায়তা সরকারি বাঙলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানি ক্লাব কর্তৃক অন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আয়োজিত। “জন-স্বার্থকে প্রাধান্য দেওয়াই হবে দেশের অগ্রগতির মূল কাজ”।- মাহমুদুল হাসান (ইউ এন ও) দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ঢাকায় ৩৯.৯ ডিগ্রি নালিতাবাড়ী থানার ওসির বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পক্ষপাতের অভিযোগ জামতলীতে বেস্ট লাইফ ইনসুরেন্সের শাখা অফিস উদ্বোধন এবং নবনিযুক্ত কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠান কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারী কাউয়া বাবু সাংবাদিকের উপর অতর্কিত হামলা ও বাইক ভাংচুর। কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত কক্সবাজারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন

কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারী কাউয়া বাবু সাংবাদিকের উপর অতর্কিত হামলা ও বাইক ভাংচুর।

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : বুধবার, ১৪ মে, ২০২৫
কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারী কাউয়া বাবু সাংবাদিকের উপর অতর্কিত হামলা ও বাইক ভাংচুর।
কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারী কাউয়া বাবু সাংবাদিকের উপর অতর্কিত হামলা ও বাইক ভাংচুর।

গত ১২ ই মে রাত ১১টা ৩০ মিনিটের সময় কক্সবাজার শহরের ঘোনার পাড়া বাবুল মুন্সির বাড়ির পাশে এই হামলা চালায় ।

হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী ও চিহ্নিত ছিনতাই কারীর গডফাদার সাইফুল ইসলাম বাবু প্রকাশ কাউয়া বাবু সেই ১০ নং ওয়াড় মোহাজের পাড়ার ইউসুফের ছেলে।

সাংবাদিক ছৈয়দুল আমিন সাঈদ জানান, প্রতিদিনের মতো অফিস থেকে বাইক নিয়ে বাসায় যাওয়ার পথে ঘোনার পাড়া বাবুল মুন্সির বাসার সামনে কথা আছে বলে পথ গতিরোধ করে কাউয়া বাবু। আমি বাইক থামানোর সাথে সাথে রাম দা নিয়ে কাউয়া বাবু সহ ৪/৫ জন সন্ত্রাসী এলোপাতাড়ি কোপাতে থাকে। আমি শরে যাওয়াতে কোপটি বাইকে পড়ে। স্হানীয়রা এগিয়ে এসে আমাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। ঘটনার সময় ৩৫ হাজার টাকা নিয়ে নেই এবং বাইক ভাঙচুর করে সন্ত্রাসীরা।

পরে জাতীয় সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশ কে অবগত করলে পুলিশ ঘটনা স্হলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

জানা যায়, সাইফুল ইসলাম বাবু প্রকাশ কাউয়া বাবু সেই একাধিক মামলার আসামি, শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে তার নেতৃত্বে কিশোর গ্যাং ‘সন্ত্রাসীদের দিয়ে ছিনতাই চলে প্রতিনিয়ত। এবং এলাকায় স্কুল /কলেজের -ছাত্রীদেকে প্রতিনিয়ত ইভটিজিং করে এই কাউয়া বাবু।

স্হানীয়রা জানান, চিহ্নিত ছিনতাইকারী কাউয়া বাবু সেই প্রতিনিয়ত এলাকায় তার কিশোর গ্যাং’র সন্ত্রাসী নিয়ে মারামারি, ছিনতাই, হত্যা, অপহরণ, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম ও বিশৃঙ্খলা করে যাচ্ছে। তার আতংকে দিন কাটাচ্ছে পুরো এলাকা থেকে শুরু করে শহরের মানুষ।

স্হানীয় সমাজ কমিটির সভাপতি সাইমুন আমিন জানান, যেখানে একজন গণমাধ্যম কমী জনসম্মুখে হামলার শিকার হয়েছে, সেখানে আমরা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। চিহ্নিত ছিনতাইকারি গডফাদার কাউয়া বাবু তার নামে অসংখ্য অভিযোগ আমাদের কাছে আছে। কিন্তু সেই কোন ধরনের আইন মানতে রাজি নন।তাকে একাদিক বার নিষেধ করা হলেও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দাফিয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত। সকল প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি, যাতে দ্রুত কাউয়া বাবু সহ তার সহযোগীদের গ্রেফতার করা হোক।

সাংবাদিক ছৈয়দুল আমিন সাঈদ এখন জীবনের নিরাপত্তার ঝুঁকিতে আছে, তিনি সকল প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন, শহরের দাপিয়ে বেড়ানো কুখ্যাত সন্ত্রাসী চিহ্নিত ছিনতাইকারীর গডফাদার কাউয়া বাবু সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করার জন্য।

কক্সবাজার সদর মডেল থানা (ওসি) মো. ইলিয়াস খান জানান, ছিনতাইকারী দের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে, চিহ্নিত ছিনতাইকারীদেরকে ধরতে মাঠে আমাদের টিম কাজ করছে। অপরাধী যেই হোকনা কেন ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর