শেরপুরে রাস্তা বন্ধ করে জনগণকে জিম্মি করে রেখেছেন ঠিকাদার মান্নান! প্রশাসনের নীরবতায় উত্তপ্ত জনমত।

শেরপুর পৌরসভার বাগরাকসা পশ্চিম এলাকায় (LGED অফিসের পেছনে) একটি সরকারি রাস্তার কাজ বন্ধ হয়ে আছে একজন প্রভাবশালী ঠিকাদারের নির্মিত দেয়ালের কারণে। অভিযোগ রয়েছে, সাবেক ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ ঠিকাদার মান্নান ইচ্ছাকৃতভাবে দেয়াল নির্মাণ করে রাস্তা অবরোধ করে রেখেছেন। এর ফলে ওই এলাকার শত শত পরিবার প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয়দের দাবি, দেয়ালটি না ভাঙার ফলে রাস্তাটির সঠিক বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। অথচ এটি একটি সরকারি প্রকল্প এবং জনগণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পথ। মান্নান ঠিকাদার তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনকে জিম্মি করে রেখেছেন বলেও অভিযোগ উঠেছে।
ছবি ঘেঁটে দেখা গেছে, দেয়ালটি রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে। এতে পথচারী, স্কুলগামী শিশু, রোগীবাহী যানবাহন—সবার চলাচলে বড় বাধা তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও প্রকট হয়ে ওঠে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনমনে প্রশ্ন উঠেছে, প্রশাসন কি প্রভাবশালীদের চাপেই নীরব?
একজন বাসিন্দা বলেন, “মানুষের চলার পথ বন্ধ করে দিয়ে কীভাবে উন্নয়ন হয়? এটা রাস্তা না হয়ে এখন দুঃখের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।”এই গেইট এর জন্য ভিতরের ৩/৪০০ পরিবার অসুবিধায় জীবন যাপন করেছেন, কেউ অসুস্থ হলে একটি একটি অ্যাম্বুলেন্স যাওয়ার ও জায়গা নেই
এদিকে স্থানীয় ছাত্র সমাজ ও তরুণরা জানিয়েছে, দ্রুত এই দেয়াল ভেঙে রাস্তা নির্মাণ কাজ শুরু না হলে তারা গণআন্দোলনে নামবে। তারা বলেন, নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত এলাকার জনগণ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই উদ্যোগ নেওয়া জরুরি—না হলে বিষয়টি বড় ধরনের সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এবিষয়ে পৌর প্রশাসক এর সাথে যোগাযোগ করলে বলেন বিষয় টি দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।