সাম্য হত্যার প্রতিবাদে ইসলাম পুর ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা সরকারি কলেজে দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ মে) দুপুরে কলেজের প্রশাসনিক ভবন থেকে মিছিলটি শুরু হয়ে মসজিদ, জামতলা হয়ে কলেজর ১ম গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মিঠুন, ছাত্রদলের নেতা শাহ পরানসহ উপজেলা পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ। তারা সাম্য হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জোর জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: আমাদের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস, খুন হয়েছে আমার ভাই, খুনির রক্ষা নাই, সাম্য ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কি করে?।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের হামলায় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আজকে মানববন্ধন কর্মসূচি পালন করে।