শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা সাম্য হত্যাপরশুরামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পরশুরাম উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার বিকালে স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পরশুরাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পাপরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী বাবুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক সাফায়েত এনাম মজুমদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউদ্দিন ভুঁইয়া রুবেল,
শামীম ভূইয়া সুমন ও তৌহিদুর রহমান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর