ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে আনন্দমোহন কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল আনন্দমোহন কলেজ ছাত্রদল শাখা। ছাত্রদলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় কলেজ ছাত্রদল শাখার ব্যানারে ছাত্রদলের কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের একাধিক নেতা-কর্মী বলেন, ঢাবি ছাত্র সাম্যকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হত্যা করা হয়েছে।বর্তমান অন্তর্বতী কালীন সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন অপরাধীকে চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা না হলে কঠোর কর্মসূচিতে যাবে আনন্দমোহন কলেজ ছাত্রদল। এ সময় আনন্দমোহন কলেজ ক্যাম্পাস ছাড়াও দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য নিহত হন। সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র