মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না—-মাওলানা নুরুদ্দীন আহমদ

আজ ১৬ মে শুক্রবার বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দিরাই উপজেলা শাখার বিভিন্ন দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য শায়খ মাওলানা নুরুদ্দীন আহমদ।
তিনি বলেন মানবিক করিডোরের নামে মিয়ানমারের সাথে করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশীদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত দেশের সাধারণ জনগণ মেনে নেবে না। এই সিদ্ধান্তগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হবে। নির্বাচিত সরকার ছাড়া এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দেশের জন্য বুমেরাং হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল খালিক, দিরাই উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা এবিএম নোমান, সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল হক, নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান রাজু, খেলাফত ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি আরশদ মোহাম্মদ, যুব মজলিস দিরাই উপজেলা দায়িত্বশীল হাফিজ মুফাসসির আহমদ, মো. হাদুজ্জামান, হাফিজ রিপন আহমদ, মো. শিরন মিয়া, রুম্মান আহমদ, মুবিন মিয়া, ছাত্র মজলিস দিরাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মারুফ হাসান, মাদরাসা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান, অফিস সম্পাদক রেজুয়ান আহমদ, জাকারিয়া আহমদ, সালমান আহমদ, সাদিক আহমদ প্রমুখ।
বৈঠকে আগামী ২৯ মে‘২৫ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের যৌথ দায়ীত্বশিল বৈঠকের সিদ্ধান্ত হয়।