রবিবার, ১৮ মে ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা রেঞ্জের ডিআইজি’র উপস্থিতিতে মাদারীপুর পুলিশ প্রশাসনের বিশেষ অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত ভোট এলেই ব্রিজের স্বপ্ন দেখান,পরে আর খবর রাখেন না জনপ্রতিনিধিরা আমার মৃত্যুর জন্য দেশের শিক্ষা ব্যবস্থা দায়ী এমন চিরকুট লিখে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের আত্মাহত্যা শেরপুরের ঝিনাইগাতীতে আকষ্মিক পাহাড়ি ঢলে ভেসে গেছে বাঁধ দোকানঘর  পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন হবিগঞ্জে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৩ পদ্মার চরে আশা জাগাচ্ছে বিনাচিনাবাদাম-৮ গ্রাম্য আদালতের এজলাসে জাতীয় নাগরিক পার্টির ‘মতবিনিময় সভা’! রৌমারীতে সীমান্ত এলাকায় বজ্রপাতে মৃত্যু ১

চুনারুঘাটে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৩

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
প্রকাশিত হয়েছে : রবিবার, ১৮ মে, ২০২৫
চুনারুঘাটে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৩
চুনারুঘাটে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শনিবার বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দুর্যোগে একজন কৃষক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত তিনজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, যানবাহন ও গবাদিপশু।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে শুরু হওয়া ঝড় ও বজ্রপাতে উপজেলার চান্দপুর-সতং সড়কে চারটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এতে দক্ষিণ চুনারুঘাটসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে সাতছড়ি সড়কের চন্ডীছড়া চা বাগান এলাকায় ঝড়ের সময় একটি গাছ উপড়ে পড়ে একটি নোহা মাইক্রোবাসের ওপর। দুর্ঘটনায় চালকসহ তিনজন আহত হন।

এদিকে, বজ্রপাতে উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় মারা যান মর্তুজ আলী (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা ইব্রাহিম উল্লার ছেলে। অপরদিকে, গাদিশাইল গ্রামে বজ্রপাতে ফারুক মিয়ার একটি গাভী ও একটি বাছুর মারা যায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, কৃষকদের সব সময়ই ঝড়-বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। তবে হাওরে ধান কাটা শেষ করতে গিয়ে অনেক কৃষক ঝুঁকি নিয়ে মাঠে যান, যার ফলে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর