সরিষাবাড়ী দীর্ঘসময় বিদ্যুৎবিচ্ছিন্নতা: জনদুর্ভোগ চরমে

সরিষাবাড়ি উপজেলার একটি এলাকায় প্রায় দেড় দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। গতকাল (১৮ মে) দুপুর থেকে পল্লী বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে এবং আজ (১৯ মে) রাত পর্যন্ত পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি
এদিকে, আশেপাশের এলাকা ও পাশের বাড়িগুলোতে কাল রাত থেকেই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক থাকলেও সংশ্লিষ্ট এলাকাটিতে এখনো বিদ্যুৎ ফিরে আসেনি। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় পানির সংকট, মোবাইল চার্জে সমস্যা এবং গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, অভিযোগ কেন্দ্র বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এ ধরনের অব্যবস্থাপনার কারণে মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।