উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির একাংশের আনন্দ মিছিল

কুড়িগ্রামের উলিপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি কর্তৃক সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বিকালে উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্য সচিব হায়দার আলী মিয়ার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কর্মী ও নেত্রীবৃন্দের উপস্থিতিতে মিছিলসহ একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিজয় মঞ্চে এসে সমবেত হয় ও সমাবেশ করে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায়, সমাবেশে বক্তব্য রাখেন, আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান বিপুল প্রমুখ।
সমাবেশে বক্তারা, উপজেলা ও পৌর বিএনপির কমিটি প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিবসহ নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকারসহ উলিপুরের মাটিকে বিএনপির দূর্গ হিসাবে গড়ে তোলার ঘোষনা দেয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘ চারমাস পর গত (১৪ মে) বিকালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে তারিক আবুল আলা চৌধুরীকে আহবায়ক ও হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং নুর মোহাম্মদকে আহবায়ক ও সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্যর পৌর কমিটি ঘোষনা করা হয়।