হবিগঞ্জে গাজায় গণহত্যার প্রতিবাদে হেযবুত তওহীদের বিক্ষোভ ও মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় চলমান নিষ্ঠুর গণহত্যা এবং মানবিক বিপর্যয়ের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে হেযবুত তওহীদ।
বৃহস্পতিবার (২২মে) দুপুরে পৌর মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান অডিটোরিয়ামের সামনে মানববন্ধনে মিলিত হয়।
কর্মসূচিতে অংশ নেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমির আলী হোসেন, সহকারী আমির এম এ মোতালেব এবং হবিগঞ্জ জেলা আমির মিনহাজুল আবেদীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গাজায় শিশু, নারী ও সাধারণ মানুষের উপর চলছে অবর্ণনীয় দমন-পীড়ন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা অত্যন্ত হতাশাজনক। এখনই এই বর্বরতা থামাতে বিশ্ব বিবেককে সোচ্চার হতে হবে।”
তাঁরা আরও বলেন, “বিশ্ব মুসলিম জাতিকে দলাদলি ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণ করে কোরআন ও রাসূল (সাঃ)-এর পথেই ফিরতে হবে।”
মিছিলে সংগঠনের দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। পথচারীদের মাঝে গাজা পরিস্থিতি ও মুসলিম জাতির করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।