পঞ্চগড়ে ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

পঞ্চগড়ে ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করেন জেলা প্রশাসক
রবিবার (২৫ মে) সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার ও ভূমি ব্যবস্থাপনা অটমেশন প্রকল্পের সহযোগিতায় পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ২৫ -২৭ মে পর্যন্ত ৩ দিনব্যাপী ভূমি মেলা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
এর আগে “নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই স্লোগান
সদর উপজেলা ভুমি অফিস কার্যালযের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জাযগায এসে শেষ হয।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহন মিনজী সহ ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে সদর উপজেলা ভুমি অফিস কার্যালযের চত্বরে ভুমি অধিগ্রহন ভুক্তভোগিদের মাঝে চেক বিতরণ করা হয়।