সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি তৈয়বুর রহমান: সুনামগঞ্জের তরুণ রক্ত সংগ্রহকারী যিনি মানবতার সেবায় নিবেদিত নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে আগুনে পুড়ে নিঃস্ব এক কৃষক পরিবার মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণহত্যার বিচারের দাবিতে গাইবান্ধা জেলার ইসলামী ছাত্রশিবিরের মানববন্ধন অনুষ্ঠিত বাংলার সংবাদে নিউজ প্রকাশের পর এসএসসিতে সাপ্লিমেন্টারি ব্যবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় গাইবান্ধার ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ের দুই তলা ভরন সম্প্রসারন কাজের শুভ উদ্বোধন জামায়াত নেতার উদ্যোগে নদী ভাঙ্গন পরিদর্শন নওগাঁয় অনূর্ধ্ব-১৫ এর মাসব্যাপী সাঁতার-এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু আত্রাইয়ে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি ক্লাস বর্জন করে ছাত্র/ছাত্রীদের বিক্ষোভ মিছিল রৌমারীতে রাস্তাবিহীন একটি প্রাইমারি স্কুল, বিপদে শিক্ষার্থীরা।

সলঙ্গায় সহকারী শিক্ষিকার হাতে ধর্ম শিক্ষক লাঞ্ছিত

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের থাপ্পরে ধর্ম শিক্ষক আব্দুস সবুর লাঞ্ছিত ও আহত হয়েছেন । এ ঘটনা জানাজানি হলে ছাত্র, শিক্ষক ও অবিভাবকসহ স্থানীয় লোকজনের মধ্যে চরম চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত ৬ ডিসেম্বর বিদ্যালয়ে ধর্ম পরীক্ষা চলছিল ঐ দিন সহকারী শিক্ষিকা রহিমা খাতুন দেড়িতে বিদ্যালয়ে এসে খাতা ও প্রশ্নপত্র দিতে বিলম্ব করে। ধর্ম শিক্ষক আব্দুস সবুর রহিমা খাতুনের কাছে বিলম্বের কারন জানতে চাইলে রহিমা খাতুন ক্ষিপ্ত হয়ে আব্দুস সবুরকে থাপ্পর মারেন। এ সময় আব্দুস সবুর মাটিতে লুটিয়ে পরলে ছাত্ররা তাকে উদ্ধার করে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের রুমে নিয়ে যায়।

লাঞ্ছনার শিকার শিক্ষক আব্দুস সবুর জানান, আমি পরীক্ষা ম্যানেজের দায়িত্ব ছিলাম সে দেরিতে এসে আমাকে তড়িঘড়ি করে উত্তর পত্র দিতে এবং খাতায় সাক্ষর করতে বলেন, আমি দেরিতে আসার কারন জানতে চাইলেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে থাপ্পর মারে । আমি মাটিতে লুটিয়ে পরলে ছাত্ররা এসে আমাকে টেনে তুলে প্রধান শিক্ষকের রুমে নিয়ে যায়।

আমি স্কুল ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি, তারা বিচারের আশ্বাস দিয়েছে।

অভিযুক্ত সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মিটিং-এ আছি, পরে কথা বলছি এর পর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্খিত দুর্ঘটনা, আব্দুস সবুর লিখিত অভিযোগ করেছে। অচিরেই ম্যানেজিং কমিটির সাথে আলোচনা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি ও
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রায়হান গফুর বলেন, আমি ঢাকায় আছি বিষয়টি শুনেছি এসে একটা সমাধান করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর