তাড়াশে নয়া শতাব্দী’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তাড়াশে নয়া শতাব্দী’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন। সোমবার (১২ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় নয়া শতাব্দী’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে, তাড়াশ প্রেস ক্লাব হলরুমে, নয়া শতাব্দী’র তাড়াশ উপজেলা প্রতিনিধি রেজাউল করিম ঝন্টু এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সঞ্জিত কর্মকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, তাড়াশ উপজেলা শাখা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি সনাতন দাস ও সাধারণ সম্পাদক সাহেদ খাঁন জয়, প্রেস ক্লাবের সদস্য প্রভাষক মেহেরুল ইসলাম বাদল, প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, মৃনাল সরকার মিলু, সাব্বির আহম্মেদ,শফিউল হক বাবলু, আলহাজ রনি, রফিকুল ইসলাম, শায়লা পারভীন, সানোয়ার হোসেন সাজু,আশরাফুল ইসলাম রনি, লিটন আহমেদ, লুৎফর রহমান,আব্দুল মাজেদ, শামিউল হক শামীম, হাদিউল হৃদয়, মুন্নি ও খোকন সঞ্জিত কর্মকার বলেন,’ নয়া শতাব্দী’ সত্যের নতুন সারথি এই স্লোগানকে সামনে রেখে দুর্বার গতিতে সামনে এগিয়ে চলছে, অল্প দিনেই তারা পাঠক সমাজের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। আমি এর উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
উল্লেখ্য আলোচনা শেষে নয়া শতাব্দী’র প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে কেক কর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।