শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের মাগুরা মেডিকেল কলেজ বন্ধের গুজব উড়িয়ে দিলেন শফিকুল আলম শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা। নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক  বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

১০ টাকা বেড়েছে ব্রয়লার, আগের দামেই সবজি

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : শনিবার, ৩০ জুলাই, ২০২২

দ্রব্যমূল্যের বাজারে ১৬০ টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি দাম এক দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ টাকা। বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। তবে বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সবজির দাম। অনেকটা কমেছে শশা-টমেটোর দাম।

রাজধানীর মিরপুর-১ নং বাজার ও রায়েরবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, কোরবানির ঈদের সময় দেড়শো টাকা কেজি দরে বিক্রি হওয়া শশা এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। দাম কমেনি টমেটোর। বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।

সবজির মধ্যে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। গোল বেগুন ৮০ থেকে ৯০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৮০ টাকা, পেঁপের কেজি ৫০ টাকা, বটবটি ৮০ টাকা ও দুন্দল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দামে।

এছাড়া চাল কুমড়ার পিস ৫০ টাকা, লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। কাঁচা কলার হালি ৪০ টাকা। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা।

আলুর কেজি ৩০ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। চায়না রসুন ১৪০ থেকে ১৫০ টাকা। আদার বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।

চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি মুশুর ডাল ১৩০ থেকে ১৪০ টাকা। ভারতীয় মুশুর ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে।

এসব বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে হাঁসের ডজন বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ১৯০ টাকা।

গরুর মাংস আগের মতোই বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। খাসির মাংস ৯০০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর