শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জের ছত্রাজিতপুরে নতুন পাকা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করলেন মাওঃ মোঃ আজিজুল ইসলাম সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০ শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মিছিলে অনুষ্ঠিত বিদেশে পালানোর সময় বিমানবন্দরে র‍্যাবের হাতে আব্দুল হাই হত্যা মামলার আসামী গ্রেপ্তার রাঙ্গুনিয়া রাতের আঁধারে গায়েবি মাজার নির্মানের অভিযোগ নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগতের দৌরাত্ম বন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন আত্রাইয়ে ইউনিয়ন পর্যায়ে চলছে টিসিবির পণ্য বিক্রি পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ মাদারীপুরে এবারের বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ ভয়াবহ আকার ধারণের আশঙ্কা সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সেনাপ্রধানের শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শনিবার ১০ পদাতিক ডিভিশনের কক্সবাজারের শ্যামলাপুর এবং ৩৩ পদাতিক ডিভিশনের নোয়াখালীর স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ এলাকা ও কক্সবাজারে সমুদ্র তীর প্রতিরক্ষা ব্যবস্থা পরিদর্শন করেন এ সময়। সেনাবাহিনী প্রধান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আভিযানিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন, সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃংখল ও সুসংগঠিত বাহিনীরূপে আত্মপ্রকাশ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখ-তা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক বিভিন্ন কর্মকা-, জাতীয় দুর্যোগ মোকাবিলায় এবং আন্তর্জাতিক পরিম-লে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে সুখ্যাতি ও প্রভূত সুনাম অর্জন করেছে।

তিনি সৈনিকদের মনোবল উন্নত রেখে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরি মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. ফখরুল আহসান চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা মেজর জেনারেল ইফতেখার আনিস সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. মাইনুর রহমান এবং মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় যথাক্রমে কক্সবাজার জেলার শ্যামলাপুর এবং নোয়াখালী জেলার স্বর্ণদ্বীপে ১১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। -আইএসপিআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর