সলঙ্গায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পী নজিবর রহমান সাহিত্যরত্মের ১৬৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সলঙ্গা থানার হাটিকুমরুল প্রিমিয়ার লীগের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাহিত্য রত্ম নজিবর রহমান ফাউন্ডেশনের সভাপতি ও সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো: কোরবান আলীর সভাপতিত্বে ও সহ সভাপতি রুহুল আমিনের পরিচালনায় উক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন করেন, ৯ নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা।
এ সময় নজিবর রহমান সাহিত্য রতœ ফাউন্ডেশনের উপদেষ্টা গজেন্দ্র নাথ মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া,সহ সভাপতি কবির হোসেন,ময়নুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা,উজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলী জয়,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সোহেল রানা,ক্রিড়া সম্পাদক আব্দুর রশিদ,অর্থ সম্পাদক আবুল মাকসুদ,নিউ লাইফ হাসপাতালের পরিচালক মেহেদী হাসান হৃদয়,এসএস গোল্ড ব্যাটারীর স্বত্বাধিকারী আনোয়ার হোসেন,নিউ ঝিলিক স্টার স্বত্বাধিকারী আমিনুল ইসলাম বাবুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।