শাহজাদপুরে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ ঘর থেকে আরিফুল ইসলাম আরিফ (২০) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নিহতের মা ফরিদা বেগম বলেন, শুক্রবার সকালে ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করতে থাকি। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে দেখি আরিফের নিথর দেহ ঘরের আড়ার সাথে ঝুলছে।
নিহতের ভাই শরিফুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে আমাদের প্রতিপক্ষ আব্দুস সালাম গ্রুপের লোকজন আমার ভাই আরিফকে বাড়ি থেকে বাজারে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর গভীর রাতে তার লাশ শয়নকক্ষের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। এরপর তারা এটাকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার করছে।
উল্টাডাব গ্রামের বাসিন্দা প্রতিপক্ষ আব্দুস সালাম গ্রুপের সবুজ হোসেন ও আহম্মেদ আলী বলেন, আমরা আরিফুলকে চিনি না। তাকে কোনো দিন দেখিনি। তারা এ গ্রামের বাসিন্দাও না। তাদের সাথে আমাদের কোনো বিরোধও নেই। ফলে তাকে হত্যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আরিফুল ইসলামের বাবা মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।