সলঙ্গায় শীতার্তদের মাঝে এমপি আজিজের কম্বল বিতরণ

নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের সলঙ্গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। শুক্রবার সলঙ্গা থানার ধুবিল,ঘুড়কা ও নলকা ইউনিয়নে পৃথকভাবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাষ্টার,সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার ভোলা,স্থানীয় ইউপি সদস্য তারিকুল ইসলাম তারা,থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন শেখ,জেলা ছাত্রলীগের সদস্য নাসিম,থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু,সাধারণ সম্পাদক রিপন হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে এমপি আজিজ বলেন,বর্তমান সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন,সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা যারা সংসদ সদস্য আছি, তারা সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা।