শিরোনাম
উল্লাপাড়ায়‘মিনি ক্যাসিনো সম্রাট’ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুয়া খেলার সময় ‘মিনি ক্যাসিনো সম্রাট’ খ্যাত স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উধুনিয়া বিলে নৌকায় ভ্রাম্যমাণ মিনি ক্যাসিনো থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সামিউল ইসলাম সাগর (৩৫), শামিম রেজা (৪০), আব্দুল হালিম (৪৫) ও মো. জাহিদ (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, আটকরা বর্ষা মৌসুমে চলনবিল এলাকায় নৌকায় ভ্রাম্যমাণ ‘মিনি ক্যাসিনো’ বসিয়ে লাখ, লাখ টাকার জুয়া খেলে। সেখানে জুয়া খেলতে সারা বছর বিভিন্ন অঞ্চল থেকে জুয়াড়িরা এসে জড়ো হয়।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, আটকদের কাছ থেকে টাকা ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর