শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

নতুন সিনেমায় ভিন্ন চরিত্রে মিতু

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

ঢালিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী জাহারা মিতু। উপস্থাপনা থেকে নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। ক্যারিয়ারে এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমা যুক্ত হলেও এরইমধ্যে জুটি বেঁধেছেন এপারের সুপারস্টার শাকিব খান ও ওপারের সুপারস্টার দেবের সঙ্গে। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন ‘দ্য ডল’ নামের একটি সিনেমায়। এটি নির্মাণের দায়িত্বে রয়েছেন মাহফুজুর রহমান। সিনেমাটিতে তার বিপরীতে থাকবেন জিয়াউল রোশান।

রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে তার অভিনীত চরিত্রের ভূমিকা কতটুকু জানতে চাইলে ঢাকা মেইলকে মিতু বলেন, ‘সিনেমাটি রাজনৈতিক থ্রিলারধর্মী হলেও আমার চরিত্রটি রাজনীতির সঙ্গে যুক্ত না। সে একজন সাধারণ মানুষ। ছোটবেলা থেকে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে জীবনে একটা অবস্থানে আসে। ঠিক সেসময় তার জীবন রাজনীতি দ্বারা প্রভাবিত হয়। রাজনীতির প্রভাবে একজন সাধারণ মানুষের জীবনচিত্র কীভাবে পাল্টে যায় সেটাই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।’

দ্য ডলের মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন মিতু ও রোশান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সাত নাম্বার সিনেমা হলেও রোশান ভাইর সঙ্গে এটাই প্রথম কাজ হতে যাচ্ছে। তার সঙ্গে আমার হাই-হ্যালো আগে থেকেই ছিল। তবে এই সিনেমার সূত্রেই প্রথম কথা হলো। ছবিটি নিয়ে আমার ও উনার ভাবনাগুলো মিলে যাচ্ছে। সবমিলিয়ে মনে হচ্ছে ভালো কিছু হবে।’

‘দ্য ডল সিনেমায় নিখাদ বিনোদনের পাশাপাশি রাজনৈতিক দিকগুলো তুলে ধরা হবে উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘এখান থেকে দর্শক নিখাদ বিনোদন পাবে। সেইসঙ্গে রাজনীতিসহ বেশকিছু বিষয় থাকবে। আমাদের চলমান রাজনীতির ভালো ও খারাপ দুটি দিকই আছে। ভালো-মন্দের ভারসাম্য রক্ষা করেই আমাদের চলতে হয়। এসব বিষয় তুলে ধরা হবে। সেই সঙ্গে দেশের পেছেনে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের না, সাধারণ মানুষের দায়বদ্ধতা আছে এই ব্যাপারটাও ধরে ধরে দেখিয়ে দেওয়া হবে।’

বর্তমান সময়ে দর্শকের মাঝে হলমুখী হওয়ার প্রবণতা ফিরে এসেছে। ‘দ্য ডল’ এই ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করেন মিতু। সেইসঙ্গে বলেন, ‘শুধু এই সিনেমা না আমি মনে করি আমার অভিনীত সবগুলো সিনেমাই দর্শক ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।’

এই আত্মবিশ্বাসের কারণ কী জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমি কিন্তু গণহারে সিনেমায় যুক্ত হই না। সবসময় চেষ্টা করি বেছে বেছে কাজ করার। চেষ্টা থাকে একটি চরিত্র থেকে অন্য আরেকটি চরিত্রে ভিন্নতা আনার। আর সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে সবসময় গল্পকে প্রাধান্য দেই। যেমন এই ছবির ক্ষেত্রে আমি কিন্তু জানতে চাইনি, আমার সহশিল্পী কে। চরিত্র ভালো লেগেছে বলেই যুক্ত হয়েছি।’

শাকিব খানের সঙ্গে ‘আগুন’ এবং দেবের সঙ্গে ‘কমান্ডো সিনেমায় যুক্ত হয়েছিলেন মিতু। অনেকেই ধারণা করছেন চলচ্চিত্র দুটির ভবিষ্যত অনিশ্চয়তায় ঘেরা। এ প্রসঙ্গে জানতে চাইলে মিতু জানান, ‘আগুন’ সিনেমার ভবিষ্যৎ নির্ভর করছে শাকিবের ওপর। তিনি দেশে ফিরলেই এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্তে আসা যাবে। একই কথা জানান ‘কমান্ডো’ ছবির ক্ষেত্রে। সিনেমাটি নির্ভর করছে দেবের ওপর। তিনি শিডিউল দিলেই সিনেমাটির কাজ গতি পাবে বলে মনে করেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর