শনিবার, ১০ মে ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে ব্রহ্মপুত্রের করাল গ্রাসে বিলীন সোনাপুর-খেওয়ারচর এবং বসত বাড়ি ঘর। সন্দ্বীপ হরিশপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুধী সমাবেশ অনুষ্ঠিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার : চিফ প্রসিকিউটর কুড়িগ্রামে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ এই প্রজন্মই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আগামী দুইদিন দেশের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে চরফ্যাশন নুরাবাদ ইউনিয়নে বৌবাজার ঘাট নিয়ে চৌধুরী মাঝিকে নির্যাতনের অভিযোগ নবীগঞ্জে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা আজিজুর গ্রেপ্তার উলিপুরে আল্লাহ ও নবী-রাসুল‌দের নি‌য়ে কুটূ‌ক্তির অভিযোগে যুবক আটক

সিরাজগঞ্জে ব্র্যাকের লাল পাকরি আলুর মাঠ দিবস পালন

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জের কামারখন্দে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টার প্রাইজের লাল পাকরি বীজ আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ঝাঐল ইউনিয়নের মাহমুদা খোলা গ্রামের কৃষক আব্দুল হালিমের ফসলী মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সিড সিরাজগঞ্জের সেলস্ ম্যানেজার (টিএসও)  মো. আরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্র্যাক সিডের টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত উচ্চ ফলনশীল বীজ আলু চাষাবাদ করে অনেক কৃষকই লাভবান হচ্ছেন। এই জাতের বীজ আলু রোগবালাই সহনশীল ও ভাইরাস মুক্ত। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গুণগত মান বজায় রেখে ব্র্যাকের আলু বীজ বাজারজাত করা হয়। ব্র্যাকের আলু বীজে কৃষকরা কখনও প্রতারিত হয়নি। বরং উৎপাদন বেশি হয়েছে।

তাই ব্র্যাকের এই বীজ আলু চাষাবাদ করলে কৃষকেরা অনেক লাভবান হতে পারবেন। আগামী আলু মৌসুমে ব্র্যাকের বীজ সংগ্রহে কৃষকদের যেন হয়রানি না হয় সে বিষয়ে
সুস্পষ্ট ঘোষণা দেয়া হয় মাঠ দিবসের অনুষ্ঠানে।

মাঠ দিবস অনুষ্ঠানে ব্র্যাক সিড সিরাজগঞ্জ অঞ্চলের ম্যানেজার মো. আরিফুল ইসলাম, লাল পাকরি বীজের ডিলার ঢাকা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো.মামুনুল ইসলাম পাপ্পুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর