শিরোনাম
রূপপুরের পণ্য বিকল্প পথে বাংলাদেশে পাঠানো হচ্ছে: রোসাটম

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা উরসা মেজরে পরিবহন করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য বিকল্প পথে বাংলাদেশে পাঠানো হচ্ছে। রূপপুরের প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে। মস্কো থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বর্তমানে জাহাজটি আবার বঙ্গোপসাগরে ফেরত আসছে বলেও জানা যায়। মস্কো থেকে দাবি করা হয়, এ বিলম্বের ফলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কোনো প্রভাব ফেলবে না। নির্মাণকাজ সময়সূচি অনুযায়ী চলছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের রেশে রাশিয়ান জাহাজের বিরুদ্ধে মার্কিন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞার সঙ্গে যোগ দিয়েছে। ৬৯ জাহাজের ওপর নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশের বন্দরগুলোয় নিষিদ্ধ করেছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর