সিরাজগঞ্জের চৌহালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী থেকে মরিয়ম সুন্দরী (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম সুন্দরী চৌহালী উপজেলার ওমারপুর ইউনিয়নের চর বাউশা গ্রামের সোহেল রানার স্ত্রী।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
চৌহালী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মরিয়ম সুন্দরীকে জ্বিনে ধরেছে। সে দীর্ঘদিন হলো মানসিক সমস্যায় ভুগছিলেন। মরিয়ম সুন্দরীর মা মাটি কাটার কাজ করতেন। গত বুধবার কাজের সন্ধানে মরিয়ম সুন্দরীর মা বাড়ি থেকে বের হয়ে যান। বিকেলে নিজ ঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মরিয়ম। খবর পেয়ে রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় চৌহালী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।