সলঙ্গায় শিশু ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জের সলঙ্গায় সদাই ও টাকার লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউসুফ আলী (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সলঙ্গা থানার পূর্ব ফরিদপুর গ্রামে। ইউসুফ আলী উক্ত গ্রামের এরফান আলীর ছেলে। গুরুতর অসুস্থ শিশুটিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
জানা গেছে, ইউসুফ আলী তার চাচাত ভাইয়ের তিন বছরের মেয়েকে টাকা দিয়ে সদাই কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।শিশুটির রক্তক্ষরণ শুরু হলে ইউসুফ কৌশলে পালিয়ে যান। রক্তাক্ত শিশুকে কান্নার কারণ জানতে চাইলে সে ইউসুফ আলীর নাম বলেন।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ ফয়সাল বলেন ,শিশুটিকে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’