সলঙ্গায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

সিরাজগঞ্জের সলঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণ স্মরণে ঐতিহাসিক ৭ মার্চ যথাযথভাবে পালন করেছে।
১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ তৎকালীন রেসকোর্সে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসভায় তাঁর ঐতিহাসিক ভাষণে স্বাধীনতাকামী বাঙালিদেরকে তৎকালীন পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে নিষ্পত্তিমূলক সংগ্রাম পরিচালনার আহ্বান জানান।
দিবসের সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ।
সলঙ্গা থানা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে সলঙ্গা থানা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী ফণি ভূষন পোদ্দার।
সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম রতন,সহ-সম্পাদক সরোয়ার হোসেন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাকির হোসেন বাচ্চু তালুকদার,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান (বাচ্চু), দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ (সাব্বির),সলঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রতন হাসান প্রমূখ।