সলঙ্গার ধুবিলে আ.লীগের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা করা হয়েছে।
শুক্রবার (১০মার্চ) দুপুর ২টায় মেহমানশাহী উচ্চ বিদ্যালয় মাঠে ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাস্টারের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা)আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সহ সভাপতি ফণি ভূষন পোদ্দার।
ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার ভোলার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,থানা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম হুদা,ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন তালুকদার (হীরা) মাষ্টার,সহ-সভাপতি বাহাজ উদ্দিন মাষ্টার,সার্বিক ব্যবস্থাপনায় ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।