সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা রাজীব শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের রূপপুর নতুনপাড়া আফজালের মোড় সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহর সভাপতিত্বে মাববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, কৃষকলীগ নেতা আব্দুল ব্যাপারী, যুবলীগ নেতা আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা ইসলাম আলী, ছাত্র সংসদের সাবেক এজিএস আব্দুস সোবহান, আজাদ সরকার, মওলানা শামসুল হক, মাসুদ রানা প্র্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নেতা রাজিব শেখ বিএনপি-জামাতের নানা অপকর্ম ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ করছিলেন। এরই প্রতিহিংসার বসবর্তী হয়ে প্রায় ২ মাস আগে বিএনপির নেতা বাবুল হোসেন বাবলু বাদী হয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। এ মামলায় তিনি আদালতে হাজিরা দেন এবং বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। এজন্য আমরা বাধ্য হয়ে রাজপথে আন্দোলনে নেমেছি। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার না করলে লাগাতার কঠোর আন্দোলন করা হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।