রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
একটি স্বতন্ত্র স্থায়ী নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠার সুপারিশ সংস্কার কমিশনের বড়াইগ্রামে চাঞ্চল্যকর জুঁই হত্যার ঘটনায় ৫ কিশোর গ্রেফতার.!! মাধবপুরে ২৬ বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক এনসিপি এখন আওয়ামী লীগের লোকজনের সাথে হাত মিলিয়েছে: মুরাদনগরে জনসভায় কায়কোবাদ এনসিপি এখন আওয়ামী লীগের লোকজনের সাথে হাত মিলিয়েছে: মুরাদনগরে জনসভায় কায়কোবাদ শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

তাড়াশ উপজেলা ছাত্রলীগ বিবাহিত, অছাত্র ও চাকরিজীবী ও ব্যবসায়ী দিয়ে কমিটি গঠন

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের কমিটি বিবাহিত, অছাত্র ও চাকরিজীবী ও ব্যবসায়ীদের দিয়ে গঠনের অভিযোগ উঠেছে। নতুন এ কমিটি নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা সমালোচনা ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন পদ বঞ্চিতরা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্মেলন ছাড়াই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তাড়াশ থানা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ।

এক বছরের জন্য মোঃ ইকবাল হোসেন রুবেল সভাপতি ও মোঃ শামীম আহমেদ আকাশ কে সাধারণ সম্পাদক করা হয়। এদিকে এক বছরের জন্য মনোনীত সভাপতি-সাধারণ সম্পাদক প্রায় দুই বছর পর পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হলে জেলা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক গত ৩১ জুলাই রাতে ১১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

 

কমিটিতে ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করে বিবাহিত, অছাত্র, স্থান পেয়েছেন বলে পদ বঞ্চিতদের অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক পদ বঞ্চিত কয়েকজন নেতা জানান, ছাত্রলীগের গঠনতন্ত্রের ধারা ৫-এর গ লঙ্ঘন করে সভাপতি মোঃ ইকবাল হোসেন রুবেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদকে সাধারণ করে উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করেছে জেলা ছাত্রলীগ।এই কমিটিতে বিবাহিত ও অছাত্রদের স্থান দিয়েছেন জেলা ছাত্রলীগ।

 

কমিটিতে পদ পেয়েছেন বিতর্কিতরা । এক সময় ছাত্রদল করতেন এমন আওয়ামী বিরোধীরাও পদ পেয়েছেন। ১১৫ সদস্যের কমিটির অন্তত প্রায় ৭ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছেন সভাপতি ইকবাল হোসেন রুবেল বিবাহিত। তিনি দুই বছর আগে পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামের জহুরুল মাস্টার মেয়েকে বিয়ে করেন। সাবেক ছাত্রদল নেতা মো সোহেল রানা , ছাত্রলীগের নতুন কমিটিতে সহ- সভাপতি পদ পেয়েছেন। এছাড়া নতুন কমিটিতে নির্ধারিত বয়স ২৯ পার হওয়ার পরও অন্তত পাঁচজন ।বিবাহিত ,সাত জন, চাকরিজীবী ও ব্যবসায়ী ও অছাত্র রয়েছেন অন্তত ১০ জন। এ ছাড়াও কমিটিতে স্থান পাওয়া বিবাহিতরা হলেন- সভাপতি ইকবাল হোসেন রুবেল,সহ-সভাপতি রাফসান আহমেদ রিজন ,বিদ্যুৎ কুমার, নাছিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রানা মন্ডল,প্রচার সম্পাদক ছোটন আহমেদ ছাত্রী বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন সবনম ক্রীড়া সম্পাদক সৈকত সরকার সজীব – পরিবেশ সম্পাদক মোঃ তানভির রহমান জয়, তাদের কেউ কেউ চাকরিজীবী আবার কেউ কেউ ব্যবসায়ী।কারো তিন চার বছরের বাচ্চা রয়েছে। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ আকাশ বলেন, সাবেক কোনো নেতার সঙ্গে সমন্বয় না করে আওয়ামী বিরোধী আর বিবাহিত, অছাত্র, নিয়ে কমিটি গঠন করায় দলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে থানা ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন রুবেল বলেন, আমাদের প্যাডে এ কমিটি দেওয়া হয়নি। জেলা ছাত্রলীগের প্যাডে কমিটি অনুমোদন দিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ্ বিন আহম্মেদ জানান, থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির তালিকা দিয়েছেন। আমরা সেটা অনুমোদন করেছি। আমরা সবাইকে চিনি না। গঠনতন্ত্রের বাইরে কাউকে কমিটিতে পদ দেওয়া হলে এবং অভিযোগগুলা প্রমাণ হলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর