শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
আমরা একদিন কাজ না করলে এক বেলা খেতে পারি না হামারে আবার কিসের দিবস উলিপুরে মহান মে দিবস পালিত পদুয়া ও লোহাগাড়ায় নতুন ডাকাত চক্রের তৎপরতা: শিশু ও নারীর কণ্ঠে কৌশলী ফাঁদ, এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান আবেগের কফিনে গাঁথা এক জীবনের কবরগাথা গাইবান্ধার ফুলছড়িতে অস্ত্র মামলার পলাতক আসামিকে এলাকাবাসী মারধর করে পুলিশের কাছে সোপর্দ পরশুরামে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ভারতীয় মানব পাচারকারীসহ ৩ জন নারী-শিশু আটক করেছে ৫৮ বিজিবি ঘামে লেখা গৌরবনামা ইসলামে শ্রমিকের মর্যাদা ও মানবতার দৃষ্টিভঙ্গি বাউফলে খেলাফত মজলিসের কমিটি গঠন আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

ক্ষমা চাইলেন ইডেন ছাত্রলীগ নেত্রী রিভা

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : শনিবার, ২০ আগস্ট, ২০২২

ছাত্রলীগের কর্মসূচি অংশগ্রহণ না করায় হলের শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালাগাল করা ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ক্ষমা চেয়েছেন।

শনিবার (২০ আগস্ট) এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চান ছাত্রলীগের এই নেত্রী।

ফেসবুক স্ট্যাটাসে রিভা লেখেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সাথে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী।’

এর আগে গতকাল ইভার অশালীন কথাবার্তার অডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাকে অশ্রাব্য ভাষা বলতেও শোনা যায়।

অডিওতে শোনা যায়, ‘(প্রকাশ অযোগ্য শব্দ) বেশি চ্যাটাং চ্যাটাং করতেছোস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চারমাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস। তোরা লিগ্যাল তাতে আমার (প্রকাশ অযোগ্য শব্দ) গেছে। কোন হেডাম দেখাইতে আসিস তোরা। আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি না, সেটা তোদের বিষয়। কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল?’ ২০২ – এ (আবাসিক হলের কক্ষ নং) আর লিগ্যাল কে? তোরা লিগ্যাল তাতে আমার কি (প্রকাশ অযোগ্য শব্দ) গেছে? বল? আমি কি (প্রকাশ অযোগ্য শব্দ) তোদের। চ্যাটাং চ্যাটাং করতেছোস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চার মাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস।’

এক ছাত্রীকে উদ্দেশ্য করে রিভা বলেন, ‘বুঝিস না, পলিটিক্যাল রুমে থাকিস। তোদের লিগ্যাল করাইছে, তাতে আমার (প্রকাশ অযোগ্য শব্দ) কি? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে? ক্ষমতা আছে ম্যাডামদের?’

সভাপতির ক্ষমতা জাহির করে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি বলেন, ‘একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চায়, সে হোক নেত্রী, ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না। এটুকু সেন্স থাকা উচিত ছিল। রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নাই।’

এদিকে অডিওর সত্যতা স্বীকার করেছিলেন ইডেন ছাত্রলীগের সভাপতি। তিনি বলেন, ‘মেয়েরা প্রোগ্রামে যায়নি। তাই তাদের একটু বলতে আসছিলাম। তারা প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি।’

রিভার দাবি করেছিলেন, হল প্রশাসন সবাইকে কক্ষ পরিবর্তন করাতে পারবে না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর