রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

পণ্য ও সেবার উৎপাদন ৫০ লাখ কোটি টাকা ছাড়াবে

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

আগামী অর্থবছরে পণ্য ও সেবা খাতে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার ৫০ লাখ কোটি টাকা ছাড়াবে। সরকারের মধ্যমেয়াদি বাজেট কাঠামোতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকার জিডিপি প্রাক্কলন করা হয়েছে।

বাজেট প্রণয়নের লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত কো-অর্ডিনেশন কাউন্সিল সভায় জিডিপির এই সম্ভাব্য আকার প্রাক্কলন করা হয়। একটি দেশের অভ্যন্তরে এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারে সামষ্টিক মূল্যই হচ্ছে মোট দেশজ উৎপাদন (জিডিপি বা গ্রস ডমেস্টিক প্রডাক্ট)। আগের বছরের তুলনায় পরের বছরে এ উৎপাদন যে হারে বাড়ে সেটি হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি।

অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি অর্থবছরে প্রাক্কলিত জিডিপির ওপর সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি ধরে নতুন অর্থবছরের জিডিপি প্রস্তাব করা হয়েছে। এতে করে আগামী অর্থবছরে দেশের পণ্য ও সেবা খাতে ৫ লাখ ৫৬ হাজার ৭১৩ কোটি টাকার অতিরিক্ত উৎপাদন বাড়াতে হবে। চলতি ২০২২-২৩ অর্থবছরে জিডিপির আকার ধরা হয়েছে ৪৪ লাখ ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, করোনা মহামারির প্রভাব কমে এসেছে। ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতিতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও অভ্যন্তরীণ উৎপাদন, ভোগ ও চাহিদা অব্যাহত রয়েছে। সামনের বছরে অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে রপ্তানি ও রেমিট্যান্স খাতে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হচ্ছে। মনোযোগ দেওয়া হবে শ্রমের উৎপাদনশীলতা বাড়ানোর ওপরও। উপরন্তু সরকারি, বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য রয়েছে। অর্থনৈতিক অঞ্চলগুলো প্রতিষ্ঠার কাজের গতি বাড়ানো হবে। এ ছাড়া শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি বাড়ানোর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা হবে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। তবে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর পূর্বাভাস বলছে, এই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ২ থেকে সাড়ে ৫ শতাংশ হতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ পূর্বাভাস দিয়ে বলেছে, চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ৫ শতাংশ। আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২৩ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে গত মঙ্গলবার এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল বিশ্বব্যাংক বলেছে, চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি ৫ দশমিক ২ শতাংশ হতে পারে। একইদিন বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি-রপ্তানি খাতে নেতিবাচক প্রভাবের কারণে প্রবৃদ্ধি কমবে বলে আশঙ্কা করছে দাতা সংস্থাগুলো। আইএমএফ বলেছে, চলতি বছর পণ্য আমদানি ১০ দশমিক ৭৫ শতাংশ কমতে পারে; এ ছাড়া পণ্য রপ্তানি কমতে পারে ২ দশমিক ১২ শতাংশ। তবে আর্থিক মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে যে তথ্য উপাত্ত তুলে ধরা হয়, তাতে জুলাই-মার্চ প্রান্তিকে রপ্তানি আয় বেড়েছে ১০ শতাংশ এবং আমদানি হ্রাস পেয়েছে ৫ শতাংশ পয়েন্ট। ফলে চলতি অর্থবছরে দেশজ উৎপাদন সরকারের প্রাক্কলনের কাছাকাছি থাকবে বলে মনে করছে অর্থ বিভাগের কর্মকর্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর