শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

বে-টার্মিনাল হবে আগামীর বন্দর

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

চট্টগ্রামে বে-টার্মিনালের মাস্টার প্ল্যান, ফিজিবিলিটি আপডেট ও মাল্টিপারপাস টার্মিনালের ড্রইং-ডিজাইন প্রস্তুত করেছে পরামর্শক প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের এ মেগা প্রকল্পকে বলা হচ্ছে আগামীর আধুনিক বন্দর। যাতে বিশ্বের আধুনিক সব টার্মিনালের মতো থাকবে স্পেশাল জেটি, ব্রেক ওয়াটারসহ উন্নত বন্দরের সব সুবিধা। বে-টার্মিনাল চালু হলে চাপ কমবে চট্টগ্রাম বন্দরের। কমবে জাহাজ জট। হ্রাস পাবে আমদানি-রপ্তানি ব্যয়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, বে-টার্মিনালের পরামর্শক প্রতিষ্ঠানগুলো প্রতিবেদন জমা দিয়েছে। এখন ডিপিপি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুত তা একনেকে উপস্থাপন করা হবে। ডিপিপি অনুমোদন হওয়ার পর দ্রুত টেন্ডার আহ্বান করা হবে।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বে-টার্মিনাল প্রকল্পের জন্য ব্যক্তি মালিকানাধীন ৬৭ একর ভূমি অধিগ্রহণ করে ২০২১ সালের অক্টোবরে বন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করে জেলা প্রশাসন। আরও ৮০৩ একর ভূমি প্রতীকী মূল্যে দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। বে-টার্মিনালের ফিজিবিলিটি আপডেট, মাস্টার প্ল্যান প্রণয়ন এবং মাল্টিপারপাস টার্মিনালের সব ড্রইং-ডিজাইন প্রস্তুত করেছে পরামর্শক প্রতিষ্ঠান। প্রস্তাবিত দুটি কনটেইনার টার্মিনাল পিপিপি জিটুজি ভিত্তিতে কনসেশনে প্রাইভেট অপারেটর দিয়ে পরিচালনার জন্য সিসিইএ অনুমোদন দিয়েছেন। ব্রেকওয়াটার ও নেভিগেশনাল এক্সেস চ্যানেলের ডিটেইলড ড্রইং-ডিজাইন প্রণয়নে পরামর্শক প্রতিষ্ঠান এরই মধ্যে ইনটেরিম প্রতিবেদন দাখিল করেছে।

জানা যায়, দেশের আমদানি-রপ্তানির প্রাণ ভোমরা চট্টগ্রাম বন্দরের গতি বাড়াতে আউটার রিং রোডের লাগোয়া সাগর উপকূলে বে-টার্মিনাল তৈরির উদ্যোগ নেওয়া হয়। বুঝে নেওয়া ৬৭ একর ভূমিতে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। বে-টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের ওপর থেকে চাপ কমবে অনেকাংশ। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে ৬ কিলোমিটার দীর্ঘ এ বে-টার্মিনালে জাহাজ নোঙর করতে পারবে ২৪ ঘণ্টা। এ প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবে রেল, সড়ক, নৌ ও এয়ারপোর্ট ব্যবহারের সুবিধা। জাহাজ বার্থিংয়ের ক্ষেত্রে নাইট নেভিগেশনসহ ২৪ ঘণ্টা জাহাজ চলাচল করতে পারবে। এ প্রকল্পের মাধ্যমে কনটেইনারের ভাড়া প্রতি এককে ২ হাজার ডলার থেকে ১ হাজার মার্কিন ডলারে নেমে আসবে। জাহাজ ভাড়া কমে যাবে। আমদানি ব্যয় হ্রাস পেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কমবে বন্দরে জাহাজ জট। প্রকল্পটি পুরোপুরি চালু হলে একসঙ্গে কনটেইনার রাখা যাবে ৫০ লাখেরও বেশি। যাতে থাকবে স্পেশাল জেটি, ব্রেক ওয়াটার, এলপিজি, এলএনজি টার্মিনালসহ আধুনিক সব সুযোগ-সুবিধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর