পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শাহীন শিক্ষা পরিবারের প্রীতিসম্মেলন অনুষ্ঠিত

শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রীতিসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শাহীন শিক্ষা পরিবারের নিজস্ব ভবনে দিনব্যাপী নানা অয়োজনে এই ‘প্রীতিসম্মেলন’ অনুষ্ঠিত হয়।
ঈদ-উল-ফিতর উপলক্ষে আয়োজিত প্রীতিসম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণকৃত শাখা পরিচালক ও তাদের পরিবারবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। এছাড়াও অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, কর্পোরেট কর্মকর্তা, শাখা পরিচালক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত শাহীন শিক্ষা পরিবারের শাখা পরিচালক এবং তাদের সহধর্মিনীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশ্নোত্তর প্রতিযোগিতায় তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আগত অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এছাড়াও গান কৌতুকসহ নানা আয়োজনে মুখোরিত ছিল দিনব্যাপী এই আয়োজন।