সলঙ্গায় অতিরিক্ত মূল্যে সার বিক্রি-ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর আমতলা বাজারে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড দেয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় ধুবিল ইউনিয়নের মালতীনগর আমতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল।
অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার অপরাধে নিপা ট্রেডার্সের মালিক রফিকুলকে ১৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এসময় রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন,দোকানে সারের মূল্য তালিকা না টাঙানো, ক্রেতাকে বিক্রয় রশিদ না দেওয়া এবং ইউরিয়া সার সরকারি নির্দেশনা অমান্য করে বেশি দামে বিক্রি করার অপরাধে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলবে।