তাড়াশে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২জন সদস্য গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে হাসেঁর খামাড়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার ডাকাতদলের সদস্যরা হলেন, উল্লাপাড়া উপজেলার কোবাতগাড়ী গ্রামের লিটন হাসানের ছেলে শাকিল হাসান (১৯) এবং শাহজাদপুর উপজেলার চক হরিপুর গ্রামের লোকমান হাসানের ছেলে আব্দুল আলীম (২০)।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, পৌষার বাগিচা নামকস্থানে একই উপজেলার সান্তান গ্রামের মকুল হাসানের একটি হাঁসের খামার রয়েছে। সেখানে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত ওই হাসের খামারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সময় গোপন সংবাদ পেয়ে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি মটরসাইকেল জব্দ করা হয়। তিনি আরো জানান, বুধবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদলের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।