সিরাজগঞ্জে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বৃক্ষ বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামী ব্যাংক লিমিটেড শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজ হল রুমে এ বৃক্ষ বিতরণ করা হয়।
ওই ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাহজাদপুর শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক অধ্যাপক ফরহাদ হোসেন, ওই ব্যাংকের শাহজাদপুর শাখার বিনিয়োগ ইনচার্জ দুলাল হোসেন, পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস খান প্রমূখ।
বক্তারা বলেন, বৃক্ষ মানুষের বন্ধু। গাছ লাগানো একটি ইবাদত, সদকায়ে জারিয়া। এজন্য পরিবেশের ভারসম্য রক্ষায় সওয়াবের উদ্দেশ্যে সদস্যদের বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
এরপর প্রায় ৫ শতাধিক পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে আম, লিচুসহ বিভিন্ন ফলজ চারা বিতরণ করা হয়েছে।