বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজায় উকি দিয়ে পিটারের ধাক্কায় এক যাত্রী নিহত নওগাঁয় ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নকলায় ২ ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা। গাইবান্ধার সাদুল্লাপুরে গরুরঘর সহ পুড়ে ছাই আগুনে দগ্ধ কৃষক বাউফলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান পিরোজপুরে বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের উদ্যোগে পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা
আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা। সংগৃহীত ছবি

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে একুশে পদক প্রদান করা হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানে এই পদক তুলে দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পদক প্রদান অনুষ্ঠানটি বেলা ১১টায় শুরু হবে এবং বাংলাদেশ টেলিভিশন এটি সরাসরি সম্প্রচার করবে।গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ এক বিবৃতিতে এসব তথ্য জানান। 

এ বছর একুশে পদকপ্রাপ্তদের মধ্যে চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা রয়েছেন।  

সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত) পদকের জন্য মনোনীত হয়েছেন।  

এ ছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল একুশে পদকের জন্য নির্বাচিত হয়েছেন।  

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার। ১৯৭৬ সাল থেকে শুরু হওয়া এই সম্মাননা দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ভাষাসৈনিক, অর্থনীতিবিদ ও সমাজসেবীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে আসছে।  

এই বছরের একুশে পদকপ্রাপ্তদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকার ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর