শাহবাগে আজও শিক্ষকদের ওপর পুলিশের জলকামান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আজও শাহবাগে সড়ক অবরোধের চেষ্টা করলে লাঠিচার্জ ও জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ নিয়ে অষ্টম দিনের মতো আন্দোলন করেছেন তারা। এর আগেও জলকামান ব্যবহার করা হয় আন্দোলনকারীদের ওপর।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা শাহবাগ মোড়ে আন্দোলন করেছেন। এ সময় পুলিশ তাদের ওপর আবারও বল প্রয়োগ করে। এক পর্যায়ে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ।
আন্দোলনকারীদের অভিযোগ, সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
আন্দোনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ব্যস্ততম এই মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।